Pradhan Mantri Awas Yojana (Gramin)
In Pradhan Mantri Awas Yojana, the shelterless and mud-built house dwellers were selected from Socio Economic Caste Census (SECC), 2011 database. Under this scheme, Beneficiaries receive a total amount of Rs. 1,20,000 in 3 (three) installments for construction of their own households. First installment of Rs. 60,000 is allocated for construction upto lintel level from plinth; after contruction upto roof cast from lintel level, Rs. 50,000 is released as second installment and finally Rs. 10,000 is received by the beneficiary while whole structure is completed.
In accordance with the target of 9822 Households in 2016-17, 9668 benefiaries have completed their construction work and rest 154 households have reached the last stage of construction. In this initial years of the scheme, Nirman Sahayaks of Gram Panchayats were trained regarding all technical aspects including plan and estimates of the houses.
In 2017-18 financial year,the district had a target of 2836 household out of which 2813 construction have been completed and rest 23 houses will be completed shortly.
Out of the target of 7500 households in 2018-19,7466 number of beneficiaries have completed construction and work for 38 households are going on at the last stage.
In 2019-20, 4965 constructions have been completed and rest 166 construction works are still on the field.
Out of total 2766 number of sanctioned households in 2020-21,except 381 number of cases,construction of all other households have been completed.
For 2020-21, Dakshin Dinajpur has the target to provide houses to 3022 number of houseless families. But in accordance with the permissible left out target in permanent wait list (PWL) under SECC , 2011, 223 beneficiaries have been sanctioned for 2020-21. Out of that, 215 number of beneficiaries have already received the first allotment for the said purpose.
Since April,2016, total 28278 beneficiaries have been sanctioned houses under BAY. Till date, 27304 families have completed construction of households which amounts to rupees 327.648 crore in total. It is noteworthy here that the said amount of money has been rolled in the rural economy of Dakshin Dinajpur over the years and has contributed in improving the livelihood of local people both directly and indirectly.
Notice & Orders of PMAY
প্রধানমন্ত্রী আবাস যোজনার
প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ্য : সম্পূর্ণ সরকারি অনুদানে গৃহহীন ও কাঁচা গৃহআছে এমন পরিবারের জন্য একটি পাকা ছাদ যুক্ত (২৫ বর্গমিটার ক্ষেত্রের) গৃহেরনির্মান। এছাড়া গৃহে শৌচাগার ও ধোঁয়াহীন চুল্লি নির্মাণ করাও এই যোজনারলক্ষ্য| ২০১৬ হইতে ২০২২ সালের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় ২৮,২৭৮ গৃহনির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হইয়াছে।
2) কারা এই সুবিধে পাবেন: পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত গৃহ নির্মাণ অপেক্ষমান তালিকার অন্তর্ভুক্তপরিবার
বর্গ|
৩)কোথায় অপানি অপেখ্যমান তালিকাটি দেখতে পাবেন : আপনি নিজ পঞ্চায়েত / ব্লক অফিসে এই অপেখ্যমান তালিকাটি দেখতে পাবেন|
৫) যদি উপভোক্তার গৃহ নির্মাণের জন্য নিজস্ব জমি না থাকে তাহলে উপভোক্তা পাট্টা জমি পাওয়ার জন্য ব্লক অফিসে আবেদন করতে পারেন|
৬) উপভোক্তাকে শর্তাধীনে কম সুদে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় ঋণও পাইয়ে দেওয়ার সুবিধেও এই যোজনার অন্তর্গত।
৭) বাড়িটি উপভোক্তা সম্পূর্ণ নিজের ইচ্ছে ও চাহিদা অনুযায়ী বানাতে পারেন।
৮) যদি উপভোক্তা শারীরিকভাবে অক্ষম /বয়স্ক হন তবে গৃহ নির্মাণের সকল প্রকার সহায়তা প্রাপ্তির জন্য ব্লক অফিসে আবেদন করতে পারেন।
ইন্দিরা আবাস যাজনা
:
পূর্ব এই যাজনায় দারিদ্র সীমার নিচ BPL তালিকাভুক্ত বসবাসকারী গৃহহীন মানুষদর বাড়ী বানানার জন্য আর্ধিক সহায়তা প্রদান করা হত । প্রতিটি গৃহ নির্মানর জন্য ৩টি কিস্তিত মাট ৭০,০০০.০০ টাকা উপভাক্তারা পতন । যথাক্রম প্রথম কিন্তিত উপভাক্তারা পত ৩৫,০০০.০০ টাকা, দ্বিতীয় কিন্তিত ২৮,০০০.০০ টাকা এবং তৃতীয় কিস্তিত ৭,০০০.০০ টাকা ।
২০১৪-১৫ অর্থবর্ষ ১৪১৬১ টি গৃহক প্রথম কিড্তির টাকা দওয়া হয়ছিল | তারমধ্য ১৩৫৮৬ জন উপভাক্তার গৃহ নির্মানর কাজ শষ হয়ছ এবং অবশিষ্ট ৫৭৫ টি গৃহর শেষ পর্যায়র কাজ চলছ।
২০১৫ ১৬ অর্থবর্ষ ১১৯৯২ টি গৃহক প্রথম কিস্তির টাকা দওয়া হয়ভিল । তারমধ্য ১১৬১১ জন উপভাক্তার গৃহ নির্মানর কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট ৩৮১ টি গৃহর শেষ পর্যায়র কাজ চলছ ।
বাংলার গৃহ প্রকল্প :
SECC২০১১ এর তথ্য ভান্ডার অনুযায়ী গৃহহীন ও কাঁচা ঘর বসবাসকারী ব্যক্তিরা এই প্রকল্পর জন্য নির্বাচিত হয়েছেন | এই প্রকল্পর প্রতিটি গৃহ নির্মানর জন্য ৩ টি কিস্তিত মাট ১,২০,০০০.০০ টাকা উপভাক্তারা পাবেন । যথাক্রম প্রথম কিন্তিত উপভাক্তারা পাবন ৬০,০০০.০০ টাকা ( From pilnth upto Lintel level), দ্বিতীয় কিস্তিত পাবেন ৫০,০০০.০০ টাকা ( From Lintel level upto Roof Cast ) এবং শেষ কিস্তিত পাবন ১০,০০০.০০ টাকা (Final Level) ।
২০১৬-১৭ অর্থবর্ষ জেলার লক্ষ্যমাত্রা ছিল ৯৮২২ টি, তার মধ্য জলা থক অনুমাদন দওয়া হয়েছে ৯৮২২ জন ক 1৯৬৬৮ জন উপভাক্তার গৃহ নির্মানর কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট ১৫৪ টি গৃহর শেষ পর্যায়ের কাজ চলছে। গ্রাম পঞ্চায়তর নির্মণ সহায়কদর প্ল্যান এস্টিমট সহ প্রয়াজনীয় প্রশিক্ষণও দওয়৷ হয়েছে।
২০১৭-১৮ অর্থবর্ষ জেলার লক্ষামাত্রা ছিল ২৮৩৬ টি, তার মধ্য সকলকই জল! থক অনুমাদন দওয়া হয়েছে। ২৮১৩ জন উপভাক্গার গৃহ নির্মানর কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট ২৩ টি গৃহর শষ পর্যায়র কাজ চলছে ।
২০১৮ ১৯ অর্থবর্ষ জেলার লক্ষ্যমাত্রা ছিল ৭৫০০ টি, তার মধ্য সকলকই জলা থক অনুমাদন দওয়া হয়েছে । ৭৪৬৬ জন উপভাক্তার গৃহ নির্মানর কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট ৩৮ টি গৃহর শেষ পর্যায়র কাজ চলছে।
২০১৯-২০ অর্থবর্ষ জেলার লক্ষ্যমাত্রা ছিল ৫৫০৭ টি, তার মধ্য জলা থক অনুমাদন দওয়া হয়ছ ৫১৩১ জন-ক । ৪৯৬৫ জন উপভাক্তার গৃহ নির্মানর কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট ১৬৬ টি গৃহর শষ পর্যায়ের কাজ চলছে।
২০২০-২১ অর্থবর্ষ জেলার লক্ষ্যমাত্রা ছিল ২৯৯৭ টি, তার মধ্য জলা থক অনুমাদন দওয়া হয়ছ ২৭৬৬ জন-ক । ২৩৮৫ জন উপভাক্তার গৃহ নির্মানর কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট ৩৮১ টি গৃহর শেষ পর্যায়ের কাজ চলছে ।
বর্তমান ২০২০-২১ অর্ধবর্ষ জেলার লক্ষ্যমাত্রা আছ ৩০২২ গৃহহীন পরিবারক গৃহ দওয়ার লক্ষ্যমাত্রা আছে । যহতু SECC (PWL) ২০১১ এর তথ্য ভান্ডার অনুযায়ী তত সংখ্যক উপভাক্তা এই মুহুর্ত অনুমাদনযাগ্য নই তাই জলা থক এই আর্থিক বছর মাট ২২৩ জন-ক গৃহ নির্মানর অনুমাদন দওয়া হয়েছে। গৃহ নির্মাণর জন্য ২১৫ জনক ইতিমধ্য প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে ।
২০১৬ এর এপ্রিল মাস থক মাট আজ পর্যন্ত ২৮২৭৮ জন উপভাক্তাক গৃহ নির্মাণর জন্য জলা থক অনুমাদন দওয়া হয়েছে । এই পর্যন্ত মাট ২৭৩০৪ জন উপভাক্তা গৃহ নির্মানর কাজ শেষ করে ফেলেছেন যা মোট ৩২৭৬৪৮ কাটি টাকা । এই পরিমান অর্থ রাশি জেলার গ্রামীণ অর্থনীতিত আবর্তিত হয়েছে।